পরিচিতিঃ ঐতিহাসিক পাহাড়পুর পুরা কীর্তির জেলা নওগাঁ এর সন্নিকটে ছোট যমুনা নদীর পূর্ব কোল ঘেষে বদলগাছী আক্কেলপুর পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আধুনিক কমপ্লেক্স ভবন সমুদ্ধ এই ৭নং আধাইপুর ইউনিয়ন অবস্থিত। এলাকার শিল্পে উন্নত না হলেও শাক সবজি এবং ধান উৎপাদনে প্রসিদ্ধ এই ইউনিয়ন।
১। ইউনিয়নের নামঃ ৭নং আধাইপুর ইউনিয়ন পরিষদ।
২। আয়তনঃ ১৯.০৩ বর্গ কিঃ মিঃ
৩। সীমানা উত্তরে পাহাড়পুর ইউনিয়ন হতে কোলা দক্ষিনে
বালুভরা পশ্চিমে বদলগাছী ইউনিয়ন পরিষদ।
৪। গ্রামের সংখ্যাঃ ৪২টি, মৌজা-৪২টি।
৫। মোট লোকসংখ্যা-২৩,৬১৫ জন পুরুষ ১২২৩০ জন
মহিলা ১১,৩৮৫ (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী মোট ভোটার ২৭,২৭৯ পুরুষ ৮,৫৪৯ জন মহিলা ৮,৭৩০ জন নির্বাচন ২০১০ অনুযায়ী।
গ্রাম ভিত্তিক লোকসংখ্যা
ইন্দ্রসগুনা ৩২৩, কাষ্টডোব ৪৬৭, দেউলিয়া ১৫০৪, খাগড়া ৫৫, জগন্নাথপুর ১৪২৯, চকজয়দেব ৮৯, মাধব পাড়া ৩৭৫, উত্রাসন ২০৫, উত্তর মির্জাপুর ১৮১, কামাল ৩১৯ কসবা ৫২, চক আলম ৫০৮, চকবনমালী ১৮৬, চক মোহন ৯২, সাদিশপুর ৮৭৯, শ্রীকৃষ্ণপুর ২৮৮, আধাইপুর ২২১৭, হাসিমপুর ২৯২, মাগুড়া ৯৮, শ্রীপুর ৭৩, বিষ্ণপুর ৮৫৫, রসুলপুর ৮৫৮, জিয়াশিমুলিয়া ২২৬, লক্ষী কোলা ৩২৩, পারিচা ১৩৩৫, ব্যাসপুর ১২২৩, ওকর বাড়ী ৩২৭, চড়ুইহাসা ৩৮৫, পাত্রাবাড়ী ৭৯১, তিলাবদলী ১৮৮, কার্ত্তিকাহার ৭৮০, সত্যপাড়া ৪৪৮, বৈকুন্ঠপুর ১২৯১, কাশিয়ারা ৪৮৮, পাত কোলা ৩০১, বেগুনজোয়ার ১১৬৫, বসন্তপুর ৮৭৮, পরমানন্দপুর ৭৫৫, সাহারপুর ৪৯১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস